আন্তর্জাতিক

মারাত্মক ঝড়ের কারণে দুবাই বিমানবন্দরে ২৭০ ফ্লাইট বাতিল

মরুর দেশ ও মধ্যপ্রাচ্যের অর্থনীতির প্রাণকেন্দ্র দুবাইতে ঝড় ও ব্যাপক ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ফলে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিলম্বিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বলা হয়েছে, এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে গড় এক বছরের বৃষ্টির চেয়েও বেশি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে যে তারা “খুবই চ্যালেঞ্জিং অবস্থার” সম্মুখীন। রানওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের উপরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইট অ্যাওয়ার ডেটা অনুসারে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৭০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ৩৭০টি বিলম্বিত ফ্লাইট হয়েছে।

দুবাইয়ের বিভিন্ন রোডে দেখা গেছে পানিতে তলিয়ে আছে গাড়ি। ফলে অচেনা শহরের রূপ ধারণ করেছে এ শহর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Back to top button