মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণায় সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত ২০২৩ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সা।
২০০৪ সালে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভের পরিমাণ, ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬টি।
এরমধ্যে চলতি বছরের মার্চ মাস শেষে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩৪.৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৬.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮.৫০ শতাংশ শেয়ার রয়েছে।