জাতীয়

ফিলিস্তিনিসহ সব দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের এ সুমহান আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে- এ কথা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফিলিস্তিনিসহ সব দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত ভাষণে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘‘আমরা এমন একটা সময় ঈদ উদ্‌যাপন করছি, যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে-অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে। শত শত এতিম শিশু মা-বাবা হারিয়ে এক টুকরো রুটির জন্য সেখানে হন্যে হয়ে ঘুরছে। তারা যখন খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়াচ্ছে, তখন বর্বর ইসরাইলি বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে। এ হামলায় ছোট্ট শিশু থেকে নারী-পুরুষ ও বৃদ্ধ কেউ বাদ যায়নি। আমার মনে হয়, এ ধরনের নৃশংসতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কেউ দেখেনি বা উপলব্ধিও করেনি।’’

তিনি আরও বলেন, ‘এ নৃশংসতা শুধু মোড়লদের অভিপ্রায়ে একের পর এক ঘটে যাচ্ছে; যে মোড়লরা বলেন- আমরা বিশ্বকে শাসন করি। এ ধরনের যারা ইচ্ছা পোষণ করে তাদের আমরা অন্তর থেকে ঘৃণা জানাই। আজ ঈদের দিনেও সেখানে সংঘাত চলছে, ঈদ যে কী জিনিস; ঈদ যে একটি আনন্দের দিন, কিন্তু সেই দিনেও রক্তের বন্যা বয়ে যাচ্ছে সেখানে। এটাকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে ঘৃণা করি।’  

রাষ্ট্রপতি বলেন,  যুদ্ধবিগ্রহ ও আধিপত্য বিস্তারের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ সীমাহীন দুঃখকষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, তাদের পাশে দাঁড়ানো। তাদের দুঃখকষ্ট লাঘবে নিজের সাধ্যমতো চেষ্টা করা। ঈদ আমাদের সেই শিক্ষাই দেয়। মনে রাখতে হবে, দুঃখ একা ভাগ করা যায়, কিন্তু আনন্দ একা ভাগ করা যায় না, সকলকে নিয়ে আনন্দ করতে হয়। তাই পাড়া-প্রতিবেশি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই আনন্দে শামিল হতে পারে, কেউ যেন বঞ্চিত না হয়; সেদিকে খেয়াল রাখতে হবে। এই বাণী কেউ মানে না, এই বাণী উপেক্ষা করে বিশ্বে মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চলছে তো চলছেই। আমরা শুধু যুদ্ধ বন্ধের কথা মুখে মুখে বলি, কিন্তু কার্যকর ভূমিকা রাখতে পারি না।

তিনি আরও বলেন, ‘আমি সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানাই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যাতে ধনী-দরিদ্র সবাই নির্বিশেষে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার।’

Related Articles

Leave a Reply

Back to top button