জাতীয়

ঈদে ঢাকায় হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিজেই পরিদর্শন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আগে থেকে না জানিয়ে আকস্মিকভাবে এ পরিদর্শন করবেন বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদের ছুটিতে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এমন কোনোদিন আছে যে বন্ধের দিন চিকিৎসক পাননি? আপনি প্রমাণ দেন আমাকে। আমি নিজে গত চল্লিশ বছর ঈদ-পূজা এমন কোনো দিন নেই যে হাসপাতালে যাইনি। হাসপাতাল বলেন এমন কোনো পূজা নেই, আমি যাইনি, আগে হাসপাতালে গিয়েছি, তারপর মা দুর্গার কাছে গিয়েছি। এটা আমার সারাজীবনের বাস্তবতা।

তিনি বলেন, ‘চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য ছুটির সময় আমি নিজে সেটা মনিটর করবো। কখন কোথায় হাসপাতালে যাবো, সেটা বলবো না। তবে নিজেই হাসপাতালগুরো মনিটর করবো। এটা কেবল ঢাকা না, ঢাকার বাইরের হাসপাতালও মনিটর করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button