জাতীয়

দুবাই দুয়ারে কন্সূলেট সেবা চালু

সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদী হাসান : সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চল উম্ম আল কোয়াইন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই দুয়ারে কন্সূলেট সেবা চালু করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতি কেন্দ্র উম্ম আল কোয়াইনের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আলোচনা ও ইফতার আয়োজনের মাধ্যমে এই সেবা চালু করেন কনসাল জেনারাল বি এম জামাল হোসেন।

দুবাই ও উত্তর আমিরাতের অন্যান্য প্রদেশের মত ছোট্ট প্রদেশ উম্মুল কোয়েন এলাকায় দুয়ারে কন্সূলেট সেবা চালু করা হয়েছে। ওই এলাকায় অবস্থানরত প্রায় ২০ হাজার প্রবাসী বাংলাদেশীকে সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কন্সূলেট দুবাই সেবা নিয়ে হাজির হবে প্রবাসীদের দোয়ারে। উম্মুল কোয়েনের স্থানীয় বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রকে সাথে নিয়ে মিশন এই সেবা মূলক কাজ করবে ওই অঞ্চলে। সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু প্রবাসী বাংলাদেশীদের মাঝে সরাসরি এন আইডি কার্ড বিতরণ করা হয়।পাশাপাশি এমআরপি পাসপোর্ট ,জন্ম নিবন্ধন, প্রবাসি কল্যাণ কার্ড, ই,পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।সেবাদানের পাশাপাশি অনুষ্ঠানে ১ হাজার প্রবাসী বাংলাদেশীর মাঝে ইফতার বিতরণ করা। এদিকে নিজেদের দোরগোড়ায় কন্সূলেট সেবা পেয়ে অত্যন্ত খুশি ওই অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি সবুজ হাসান- জানান এই সেবার প্রেক্ষিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ কন্সূলেটে গিয়ে সেবা নেওয়ার বিরম্বনা থেকে প্রবাসী বাংলাদেশীরা মুক্তি পাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button