সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানকে পূর্ণ সমর্থন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
শুক্রবার সন্ধ্যায়, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মেলন কক্ষে সাবেক পৌর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তাঁরা এ ঘোষণা দেন।
সভায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা নিউজ নাউ বাংলাকে বলেন, কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন, জননেতা মুজিবুর রহমান। যিনি একাধারে ঝিলংজা ইউনিয়ন পরিষদের ১৪ বছরের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার পৌরসভার অত্যন্ত সফলভাবে মেয়রের দায়িত্ব পালনের পর বর্তমানে পরপর দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি সবসময় মুক্তিযোদ্ধাদের বিপদ আপদে পাশে থাকেন। তাই এমন একজন যোগ্য মানুষকে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এমন বাস্তবতায় এবারের উপজেলা নির্বাচনে মুজিবুর রহমানের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় মুক্তিযোদ্ধা সংসদ।
সভায় আগামী নির্বাচনে বিজয় নিশ্চিতে সকল মুক্তিযোদ্ধাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন সাবেক মেয়র মুজিবুর রহমান।
জবাবে বীর মুক্তিযোদ্ধারাও তাকে নির্ভয়ে দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়ার পাশাপাশি সদর উপজেলাবাসীর প্রতি ভোট প্রার্থনা করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের মেম্বার, মনসুরুল হক, শম্ভু নাথ পাল, আলতাফ হোসেন, কামাল উদ্দিন, গোপাল দাশ, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নানসহ অনেকেই বক্তব্য রাখেন।