বিনোদুনিয়া

হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর বেবিবাম্প দেখাতে হাজির হইনি : পরীমণি

গত ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে পরীমণির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী। বিশেষ এই দিনটিতে ছেলেকে নিয়ে আবেগঘন একটি ভিডিও পোস্ট করেন বুবলী। যে ভিডিও ‘কপি’ করা হয়েছে বলে অভিযোগ তুলেন আলোচিত নায়িকা পরীমণি।  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই নায়িকা।

সেই ঘটনার পর সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরীমণি। সেখানেই পরীর কাছে প্রশ্ন রাখা হয়- ‘আপনি কি ছেলের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর? তাই সম্প্রতি বুবলীর ওপর রেগে গিয়েছিলেন?’

জবাবে এই চিত্রনায়িকা বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস। পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না। আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না।

বুবলী প্রসঙ্গে পরী আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, ৩ মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। যখন অনুভব করলাম আমার বেবিবাম্প, সঙ্গে সঙ্গেই সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবিবাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি।

এরপরই পরী বলেন, ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি, সেটা বাচ্চার তিন বছর পরে আমার আবেগ কাজ করবে না। আমি বলতে চাইছি, আমার আবেগ হঠাৎ করে আসে না। আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো কপি করা হয় না। আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে। মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা, তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত।

বুবলী প্রসঙ্গে পরী আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, ৩ মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি।
যখন অনুভব করলাম আমার বেবিবাম্প, সঙ্গে সঙ্গেই সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবিবাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি।
এরপরই পরী বলেন, ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি, সেটা বাচ্চার তিন বছর পরে আমার আবেগ কাজ করবে না। আমি বলতে চাইছি, আমার আবেগ হঠাৎ করে আসে না।
আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো কপি করা হয় না। আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে। মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা, তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত।
বর্তমানে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি শুটিংয়ের ফাঁকেই ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন পরীমণি।

Related Articles

Leave a Reply

Back to top button