জাতীয়

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ ছুটি রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদে নির্বিঘ্নে বাড়ি যেতে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হবে।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামীকাল অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে এ সুপারিশ উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button