জাতীয়

বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধীদলীয় উপনেতা নেতাকে পবিত্র ঈদুল ফিতরের ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার (৩১ মার্চ) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু শুভেচ্ছাবার্তা সম্বলিত কার্ড জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদের একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পৌঁছে দেন।

এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছেও শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button