চট্রগ্রামজেলার খবর

চকোরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

চকোরিয়া উপজেলার হারবাং চিতারবিল এলাকায় ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১ টার দিকে গয়ালমারা চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ।

নিহত ব্যক্তির নাম মোঃ বেলাল উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮ নং ওয়ার্ড ভান্ডারীরডেবা এলাকার মৃত জবর মুলুক ফকিরের ছেলে। এসময় কামাল (৫০) নামের আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা নিউজনাউ বাংলাকে জানান, সবসময় গয়ালমারা চিতারবিল কৃষি জমির পাশে পাহাড়ের জঙ্গলে অবস্থান করছিল। দুপুর ১টার দিকে হাতিটি চিতারবিলে ধানক্ষেতে নেমে আসে। এ সময় ফসল রক্ষায় লাঠি নিয়ে ধাওয়া করেন। কৃষক বেলাল উদ্দিন নিজের ফসল রক্ষা করতে হাতির খুব কাছাকাছি চলে যান।

এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মেরে ফেলে। পরে লোকজন ধাওয়া দিলে হাতি সরে পাহাড়ের দিকে চলে যায়।

এ সময় স্থানীয় লোকজন মৃত অবস্থায় কৃষক বেলাল উদ্দিনকে উদ্ধার করেন।

Related Articles

Leave a Reply

Back to top button