করোনারাজনীতি

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তি ও সমাজকে এগিয়ে আসার আহ্বান: নাসিম

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তি ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে। আর করোনায় মৃত ব্যক্তির দাফন ও জানাজায় বাধা দেওয়া অমানবিক বলে মন্তব্য করেন তিনি।

সোমবার ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি করোনায় মৃত কিংবা করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা দেওয়া হয়েছে। এক শ্রেণির রাজনৈতিক কর্মীও বাধা দিচ্ছেন। এটা মোটেও ঠিক না। এ ধরনের কাজ করা থেকে সবারই বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব করোনা আক্রান্ত রোগীদের সাহায্য-সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা না করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে।

তিনি বলেন, এই দুর্যোগ মোকাবেলায় সবারই শক্তি-সামার্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। তিনি বলেন, করোনার উৎসর্গ দেখা দিলে অনেকের নিজেদের গ্রামেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটাও অমানবিক।

মোহাম্মদ নাসিম বলেন, জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট হলেই করোনা নয়। তাই এ জাতীয় রোগীদের অবশ্যই সেবা দিতে হবে। সেবা দেওয়া ডাক্তারদের ধর্ম। কোন রোগীকে সেবা দেওয়ার বাইরে রাখা উচিত নয়।

সাবেক এই মন্ত্রী বলেন, জ্বর-ঠান্ডা-কাশি কিংবা সর্দি আমাদের সচারাচর হয়ে থাকে। তাই বলে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ভাবা ঠিক নয়। টানা জ্বর, শুকনা কাশি ও শ্বাসকষ্ট করোনা ভাইরাসের লক্ষণ। এগুলো না থাকলে ভাবা যাবে না কোনো ব্যক্তি আক্রান্ত।’

নাসিম বলেন, দুর্যোগকালীন এই সময়ে কেউ যদি স্বেচ্ছায় করোনা রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ করতে চায়, তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত। হাসপাতাল নির্মাণে বাধা দেওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button