চট্রগ্রামজেলার খবর

পূর্বাঞ্চলে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে চট্টগ্রামে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে।

দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ৭ হাজার ৭১৫টি।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল ঈদ ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। রোববার (২৪ মার্চ) দেওয়া হচ্ছে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট।

টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ৪ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

Related Articles

Leave a Reply

Back to top button