চট্রগ্রামজেলার খবর

চকোরিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবোঝাই নসিমনের ধাক্কা

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে আটকে পড়া গাছবোঝাই নসিমনের ধাক্কা লেগেছে।

রবিবার (২৪ মার্চ) দুপুর ১ টায় চকরিয়া ফাঁসিয়াখালী ছাইরাখালী স্থানে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন এ দূর্ঘটনায় সম্মুখীন হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানায় স্থানীয় এম ইউপি সদস্য মো মহিউদ্দিন।

এদিকে, নসিমন পরিবহনের ট্রলারটি চকোরিয়া ফাঁসিয়াখালী বাইপাস সড়ক দিয়ে গাছ নিয়ে মাঝঘাট যাওয়ার পথে রেলক্রসিং গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেলে দ্রুতগামী ট্রেন ট্রলারকে ধাক্কা দিয়ে ৪০০ ফুট দূরে উড়িয়ে নিয়ে যায়। ঘটনাস্থাল পরিদর্শন করে দেখা যায় রেলক্রসিং থেকে ৪০০ফুট দূরে ব্রিজের নিচে দূর্ঘটনায় কবলিত ট্রলারটি ভেঙে চুরমার অবস্থায় রয়েছে। দূর্ঘটনার বিষয়টি স্থানীয় লোকজন ও এলাকাবাসী এসব তথ্য জানান।

তারা আরও জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন ৩-৪ শত টমটম, রিকশা, সিএনজি চলাচল করে। রেললাইনে ব্যবহৃত সাদা পাথর গুলো সরে যাওয়ায় গাড়ি উক্ত স্থানে আটকে পড়ে। রেললাইনে আটকে থাকা টমটম, নসিমন ও অন্যান্য গাড়িগুলো মানুষ দিয়ে ঠেলে পার করে দিতে হয়। সঠিক সময়ে পারাপার হতে না পারলে প্রায়ই দূর্ঘটনার চিত্র দেখা যায়।

রেললাইনের কাজ শুরু করার সময় ক্রসিং অংশে নির্বিঘ্নে চলাচলের জন্য ঢালাই করে দেওয়ার কথা থাকলেও রেললাইনটির ঠিকাদার কোম্পানি ম্যাক্স গ্রুপ তা করেননি বলে এলাকাবাসী অভিযোগ করে।

এ বিষয়ে রেলওয়ের পুলিশ জানান, দূর্ঘটনায় কবলিত ট্রলারকে আইনের আওতায় আনার জন্য রেলওয়ের পুলিশ কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button