জাতীয়

ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞায় বাংলাদেশে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। এছাড়া বাজারে যতেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

আজ শনিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী এবং সকল এমপিদের সংবর্ধনা ও প্রেসক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিতি সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিটু বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা কেনায় বাণিজ্য মন্ত্রণালয় কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী চালের মূল্য বৃদ্ধির বিষয়ে বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোন কিছু বলা ঠিক হবে না।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button