জাতীয়

পেঁয়াজ রপ্তানিতে ভারতের অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের দাম আরও বাড়িয়ে দেবে। আগামী ১৯ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি চলবে প্রায় সাত সপ্তাহ ধরে।

রয়টার্স জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এ ছাড়া চলতি মৌসুমের ফসলও বাজারে চলে এসেছে।
শুক্রবার বিকেলে জারি করা এক আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

খবরে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে গত ডিসেম্বরে ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল ৪৫০০ রুপি। তবে সেটি এখন কমে ১২০০ রুপিতে নেমে এসেছে।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করে।

ব্যবসায়ীদের ধারণা, এই নিষেধাজ্ঞার কারণে অন্য দেশগুলো থেকে পেঁয়াজ আমদানি করবে এসব দেশ। এতে ভারতেরই প্রকৃতপক্ষে ক্ষতি হবে। ২০২৩ সালের ৩১ মার্চ অর্থ বছরে ভারত রেকর্ড ২৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করে।

Related Articles

Leave a Reply

Back to top button