জাতীয়

উপজেলা নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার প্রথম ধাপের ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ বুধবার ইসি ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অশোক কুমার বলেন, এর আগে কাল কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে কতগুলো উপজেলায় ইভিএমে ভোট হবে। আগামী ৪ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট হতে পারে। এবার ৪ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, উপজেলা নির্বাচনে আচরণবিধিমালা ও নির্বাচন বিধিমালায় ব্যাপক পরিবর্তন হয়েছে। সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে অশোক দেবনাথ বলেন, বুধবার উপজেলা নির্বাচনের পরিচালনা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ২৫০ জন সমর্থকের সাক্ষর বাতিল করা হয়েছে। এ ছাড়া রঙ্গিন পোস্টার ছাপানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা।

সংশোধিত বিধিমালায় জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রে ভোট বন্ধ করার ক্ষমতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button