জাতীয়

সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষস্থান অধিকার করেছে ফিনল্যান্ড। এ নিয়ে পর পর সাত বছর সবচেয়ে সুখী দেশ হওয়ার গৌরব ধরে রাখল উত্তর ইউরোপের দেশটি।

বুধবার (২০ মার্চ) জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই তালিকায় গতবছরের মতো এবারও অবস্থান পিছিয়েছে বাংলাদেশের। তালিকায় ১১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১২৯তম। তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।

জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে। সুখের পরিমাপক হিসেবে একটি দেশের সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু ও দুর্নীতির মতো বিষয়গুলোকে সামনে রাখা হয়।
সুখী দেশের তালিকায় ধারাবাহিকভাবে পেছাচ্ছে বাংলাদেশ। এবার ১২৯তম, ২০২৩ সালে ১১৮তম এবং ২০২২ সালে ৯৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button