জেলার খবর

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশের সচেতনতামূলক সভা

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে, কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা মডেল কলেজের প্রিন্সিপাল মোঃ দবীর উদ্দিন ও ইসলামপুর বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আতাউল গনি ওসমানী।

সড়ক দূঘর্টনা রোধকল্পে সচেতনতা মূলক প্রচারণা সভায় উপস্থিত পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলায় চলমান সময়ে বিভিন্ন সড়ক দূর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকলকে সম্মিলিত ভাবে সড়ক দূর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন মেনে চলাচল করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ধারাবাহিক ভাবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক সভা ও সড়কে চলাচলে বিভিন্ন নিয়ম সম্পর্কে ড্রিল পরিচালনা করবে। এ সময় ভোগডাঙ্গা মডেল কলেজে বিভিন্ন ট্রাফিক সাইন ও আইন সম্বলিত ট্রাফিক কর্ণার স্থাপন করা হয়।

সভা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাটেশ্বরী বাজারে রাস্তা পারাপার হওয়ার নিয়ম সম্পর্কে বিভিন্ন ড্রিল করানো হয়।

সভায় জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) এ কে এম ওহিদুন্নবী। কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এবং ট্রাফিক ইনচার্জ জনাব এ কে এম বানিউল আনাম, ট্রাফিক সার্জেন্ট সুজন শ্রাবণ।

Related Articles

Leave a Reply

Back to top button