জেলার খবর

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তীর্, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, সিভিল সার্জন ডা: হোম্মদ শফিউল আজম, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।

এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপির সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আল রাজি জুয়েল সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া দিনব্যাপি বিভিন্ন সংগঠন কর্মসুচি পালন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button