জাতীয়

রমজান মাসে যে নিয়মে চলবে সরকারি অফিস, ব্যাংক ও আদালত

রমজান শুরু হওয়া উপলক্ষে মঙ্গলবার (১২ মার্চ) থেকে নতুন সময় ধরে চলবে সরকারি অফিস। একই সঙ্গে ব্যাংক এবং আদালতও চলবে নতুন সময়সূচি অনুসারে।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে সরকারি অফিস। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

 গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button