ক্রীড়াঙ্গন
বাঘ-সিংহের লড়াই দেখবেন মাত্র ২০০ টাকায়

বাংলাদেশ-শ্রীলংকা টি টোয়েন্টি ম্যাচে যে উত্তাপ ছিলো একই উত্তাপ চট্রগ্রামে হতে যাওয়া ওয়ানডে ম্যাচেও ছড়িয়ে পড়বে। মাত্র গতকালে টি টোয়েন্টি সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন-শান্তরা। ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখার জন্য দর্শকদের কত টাকা খরচ করতে হবে তা আজ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ যে উত্তাপ ছাড়িয়েছে ওয়ানডেতেও একই উত্তাপ ছাড়াবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করতে পারবে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আর যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখলে খরচ হবে এক হাজার টাকা।
সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা।
আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।