Leadজাতীয়

রোজার শুরুতে আরও তাপমাত্রা বাড়তে পারে

রমজানের আগে থেকেই বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাঁচ দিনের দেওয়া পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তবে রবিবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এ ছাড়া, আগামী সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আর বর্ধিত পাঁচ দিনের দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Back to top button