জেলার খবর

সংস্কার না হওয়ায় দুর্ভোগে চকরিয়ার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া পৌরসভা দুই নাম্বার ওয়ার্ডে একটি রাস্তায় দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

চকরিয়া পৌরসভা দুই নাম্বার ওয়ার্ডে আলীবরো ঘাটা থেকে শুরু করে, চকরিয়া গ্রামার স্কুল, কিডস কেয়ার কিন্ডারগার্টেন স্কুল এবং বৃহত্তর চকরিয়া হাইস্কুল হয়ে চিরিংগা কাঁচা বাজার পর্যন্ত রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়েই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ এলাকাবাসীদের যাতায়াত করতে হয়।

ফলে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা।

স্থানীয়রা জানান, তারা চকরিয়া পৌরসভা বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি।

চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের সামনে বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তাটি দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা আকতার মুন্সি জানান, এটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ফলে কিছুদিন পরই তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অতিদ্রুত সংস্কারের প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা এ কে এম আলমগীর জানান, কাঁচা বাজার রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।

পৌরসভা দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে পৌরসভার মেয়র আলামগীর চৌধুরীর মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

একই ওয়ার্ডের বাসিন্দা উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত হয়েছেন। যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

এদিকে, চকরিয়া পৌরসভার মেয়র আলামগীর চৌধুরীর সাথে যোগাযোগ করলে, জানান শিক্ষার্থীসহ এলাকাবাসীদের চলাচলে রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button