আন্তর্জাতিক

বিমান থেকে ফেলা ত্রাণে ৫ ফিলিস্তিনির মৃত্যু

বিমান থেকে ফেলা ত্রাণের পার্সেল পড়ে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ।

শুক্রবার গাজা সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে ফেলা ত্রাণবাহী কিছু প্যারাসুট খুলতে ব্যর্থ হয়। এসময় ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর প্যারাসুটে থাকা ত্রাণের পার্সেল পড়ে যায়। এতে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার গণমাধ্যম অফিস জানিয়েছে, এভাবে ত্রাণসহায়তা দেয়া মানবিক সেবার বদলে আসলে চটকদার প্রপাগান্ডা। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে, এই প্রচেষ্টা গাজা উপত্যকার মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। বিমান থেকে ফেলা পার্সেল মানুষের মাথায় পড়ে আজ এই ঘটনা ঘটল।

তবে গাজার দাতব্য সংস্থাগুলো বলছে, যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে সেটির তুলনায় এই ত্রাণ কিছুই না।

Related Articles

Leave a Reply

Back to top button