আজ চালু হচ্ছে পোস্তগোলা সেতু
আজ শনিবার (৯ মার্চ) থেকে খুলে দেয়া হচ্ছে রাজধানীর পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা-১)। এদিন ভোর ৬টা থেকে সেতুটি দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
এ সেতুর চলমান সংস্কার কাজ শেষে গতকাল শুক্রবার (০৮ মার্চ) খোলার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় আজ থেকে চালু হবে সেতুর যান চলাচল।
শুক্রবার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় সড়ক ও জনপথ অধিদপ্তর। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি থেকে সেতুর সংস্কার কাজ শুরু হয়। এ সময় ভারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেয়া হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, পোস্তগোলা সেতুতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে হেঁটে ব্রিজ পারাপার হতে পারবেন যাত্রীরা।
চলমান সংস্কার কাজ শেষে শনিবার থেকে পোস্তগোলা সেতুটি সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান সাজ্জাদ আরেফিন।