খেলা

সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের ক্রিকেটাররা

ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি ইসলামাবাদের একটি হোটেলে এই ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী।

পাকিস্তানে চলছে দেশটির সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল। এক মাসব্যাপী এই টুর্নামেন্টটি চলবে ১৮ মার্চ পর্যন্ত। তবে এরপর বিশ্রামের জন্য এক সপ্তাহও সময় পাচ্ছেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ২৫ মার্চ থেকে শুরু হবে তাদের প্রশিক্ষণ।

কুকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে ক্রিকেটারদের। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button