জেলার খবর

হাজীগঞ্জে দেশ রূপান্তরের কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেদী হাছান পাপ্পু, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান বক্তারা। প্রিন্ট মিডিয়ার আবেদন কখনই ফুরাবে না জানিয়ে বক্তারা বলেন, প্রযুক্তির কারণে প্রিন্ট মিডিয়া কিছুটা চ্যালেঞ্জে পড়েছে। তাই বলে থেমে থাকা যাবে না।

সোমবার বিকালে হাজীগঞ্জের একটি পত্রিকার কার্যালয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

হাজীগঞ্জ উপজেলা যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও
দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাংবাদিক হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন শামীম, হাবিব উল্ল্যাহ, মঞ্জুর আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাছান ফিরোজ, শামছুজ্জামান মুন্সি, সাংবাদিক সুজন দাস, জসিম উদ্দিন, হোসেন বেপারী, রিয়াজ শাওন, মোশারফ হোসেন, হাছান আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button