জাতীয়
পি কে হালদারের বান্ধবী অনিন্দিতার জামিন বহাল হলেও বাবার স্থগিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
সোমবার (০৪ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। তবে অনিন্দিতা মৃধার বাবা সুকুমার মৃধাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে।
আইনজীবীরা জানান, সুকুমার মৃধার জামিন বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি মে মাসে দিন ঠিক করেছেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধার জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারিক (নিম্ন) আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিল আবেদন শুনানির জন্য মঞ্জুর করেন। বিচারিক আদালতে দেয়া অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।