জাতীয়
শেষবার মেয়ের মুখ দেখার আকুতি বৃষ্টির মায়ের

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টির মরদেহের জন্য এখনো অপেক্ষা করছেন তার পরিবার। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে মেয়ের মরদেহ নিতে দুই দিন ধরে যুদ্ধ করে চলেছেন বাবা সবুজ শেখ। আর বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে মেয়েকে শেষবারের মতো দেখতে আকুতি জানাচ্ছেন মা বিউটি বেগম।
কান্নাজড়িত কণ্ঠে মেয়ের মরদেহ ফিরে পাওয়ার আকুতি করছেন মা বিউটি বেগম। তাকে শান্ত করার চেষ্টা করছেন প্রতিবেশীরা। তিনি যেনো শোকে পাথর হয়ে গেছেন। শান্তনা দেয়ার ভাষা হারিয়েছেন প্রতিবেশীরা। মায়ের কান্নায় ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। শুক্রবার (১ মার্চ) দুপুর থেকেই তাদের বাড়িতে উৎসুক মানুষের ভিড় করছেন।
জানা গেছে, নানা জটিলতায় এখনো তার মরদেহ হস্তান্তর করা হয়নি। নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর গ্রামে তার নাম বৃষ্টি খাতুন বলেই পরিচিত।
বাবা সবুজ শেখ শুক্রবার থেকে মরদেহের জন্য অধীর অপেক্ষা করছেন। মোবাইল ফোনে বাবা সবুজ শেখের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার মেয়েকে হিন্দু দাবি করে কালী মন্দিরের পক্ষ থেকে মরদেহের দাবি করা হয়। কিন্তু শুক্রবার আমি আসার পর মেয়ের সব একাডেমিক কাগজপত্র দেখানোর পরই তারা চলে যান। বাবা সবুজ শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
তিনি আরও বলেন, প্রথমে ডিএনএ পরীক্ষা করার কথা বলা হয়। গত রাতে বলা হলো রমনা থানা থেকে ক্লিয়ারেন্স দেয়া হলে মরদেহ দেয়া হবে। এরপর শুক্রবার রাতে থানায় ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে দেয়া হবে বলে জানানো হয়। কিন্তু আজ সন্ধ্যা হয়ে গেলেও মরদেহ দেয়া হয়নি।
গ্রামবাসী-পরিবার ও তার শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, নিজ গ্রামের বৃষ্টি খাতুন ঢাকায় গিয়ে হয়েছেন অভিশ্রুতি শাস্ত্রী। কখনো বাবার প্রকৃত নাম সবুজ শেখ, কখনো আবার অভিরূপ শাস্ত্রী হিসেবে ব্যবহার করেছেন তিনি। ঢাকার ইডেন কলেজে পড়া বৃষ্টি খাতুনের সব একাডমিক কাগজে তার ও বাবা-মায়ের প্রকৃত নামই ব্যবহার হয়েছে।
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর আসল নাম বৃষ্টি খাতুন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায়। বাবার নাম সবুজ শেখ। মায়ের নাম বিউটি বেগম। তারা সবাই ইসলাম ধর্মের অনুসারী।
বৃষ্টির মা বিউটি বেগম বলেন, আমার নিজের সন্তান বৃষ্টি। কোনো দত্তক নেয়া নয়, তারপরও আমরা তার মরদেহ পাচ্ছি না। মেয়ের মরদেহ আমরা গ্রামের বাড়িতে দাফন করব। ধর্ম পরিবর্তন করে নাম নিয়ে বৃষ্টি যত ভুলই করুক না কেন, আমাদের সন্তান আমরাই দাফন করবো। বৃষ্টির মরদেহ চাই আমি।