বিপিএল শেষে পুরস্কার পেলেন যারা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের ঘরে প্রথমবারের মতো জয়ের ট্রফি তুলেছে ফরচুন বরিশাল।
এবারের আসর শেষে যাদের ঝুলিতে গেলো পুরস্কার, তাদের মাঝে একজন অন্যতম দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের। দল ভালো না করলেও বল হাতে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন এ পেসার। এরমধ্যে প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ফলস্বরূপ সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পেয়েছেন শরিফুল।
দশম আসরের ফাইনাল সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স। বরিশালের এই ক্রিকেটার ফাইনালে বল হাতে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। শুধু ফাইনালই না, টুর্নামেন্টজুড়েই আলো ছড়িয়েছেন তিনি।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের দলপতি তামিম ইকবাল। ট্রফি জেতার পাশাপাশি তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকও।