জাতীয়

বেইলি রোডের অগ্নিকাণ্ডে ওবায়দুল কাদেরের শোক

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অগ্নিকাণ্ডে নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়- স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
 

Related Articles

Leave a Reply

Back to top button