জাতীয়

দু-একটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া কিছুই ছিল না ভবনটিতে: সুরক্ষা সেবা সচিব

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফায়ার সেফটি প্ল্যানও ছিল না। শুধু দু-একটি ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সচিব আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘ভবনে একটি মাত্র সিঁড়ি রয়েছে। মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি জানালাও ছিল না। এছাড়া চার তলায় গ্যাস সিলিন্ডার ছিল।’
 
আগুনের সূত্রপাতের ইস্যূতে বলেন, ‘আগুনের সূত্রপাত হয়েছিল নিচতলা থেকে। আমাদের প্রাথমিকভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।’
 
ভবনটিকে আগে ফায়ার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছিল উল্লেখ করে সচিব বলেন, ‘আমরা মনে করি যারা ব্যবসা করেন তাদের সবার অগ্নি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা দরকার। এই ভবনে ফায়ার সেফটি প্ল্যান ও ভবন নির্মাণ করতে অন্য সব প্রতিষ্ঠানের অনুমতি ছিল কিনা তাও আমরা তদন্ত করে দেখবো। এজন্য কমিটি করেছি। আমরা দেখতে চাই কারও কোনো গাফিলতি ছিল কি না।’
 
আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘অগ্নিকাণ্ডে অনেকে মারা গেছেন। এই মৃত্যু কখনও মেনে নেয়া যায় না। এই ভবনটাতে একটা মাত্র সিঁড়ি আছে। ধোঁয়ার কারণে মানুষ অচেতন হয়ে পড়েছিল। সেখানে কোনো ধরনের ভেন্টিলেশন ছিল না।’
 
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Related Articles

Leave a Reply

Back to top button