জাতীয়

বেইলি রোডে আগুন: কপি খেতে গিয়ে পুড়ে অঙ্গার আওয়ামী লীগ নেতা শামীম

বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম (৬২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আগুন লাগার দিনি গ্রিন কোজি কটেজ ভবনটিতে এক সঙ্গীকে নিয়ে কফি খেতে গিয়েছিলেন শামীম।

আগুন লাগলে শামীমের সঙ্গী নুরুল দ্রুত নেমে আসতে পারলেও আটকে পড়েন শামীম। পরে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শামীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় এ কে আব্দুল মোমেন অ্যাডভোকেট আতাউর রহমান শামীমসহ আগুনের ঘটনায় নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button