খেলা

আম্পায়ারিং ছাড়ার ঘোষণা এরাসমাসের

তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস আম্পায়ারিং ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলমান নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের পর আন্তর্জাতিক আম্পায়ারিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

এরাসমাসের নাম আসলেই সবার প্রথম মনে পড়ে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের কথা। সেই ম্যাচে সাকিব আল হাসানের আবেদনে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট দেয়া আম্পায়ার ছিলেন এই এরাসমাসই।

৬০ বছর বয়সী এই আম্পায়ার বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে নিজের অবসরের কথা জানিয়ে বলেন, ‘সিদ্ধান্তটা আমি গত বছরের অক্টোবরে নিয়েছি। আইসিসিকে সেটা জানিয়েও দিয়েছি যে এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকছি না।’

মারাইস এরাসমাস আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন ২০০৬ সালে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ারিং। এরপর প্রায় দেড় যুগে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন তিনি। ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button