আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৪, আহত ২১

ভারতের মধ্যপ্রদেশে একটি পিকআপ উল্টে ১৪ জন ‍নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে প্রদেশটির ডিন্ডোরি জেলার বাডজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, পিকআপের যাত্রীরা একটি অনুষ্ঠান শেষে দেবারি গ্রামে ফিরছিল। পথিমধ্যে বাডজার গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই পিকআপটি উল্টে যায়। এতে কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরও কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আহতদের নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button