আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্রের বিয়েতে থাকছে ২৫০০ পদের খাবার

বিশ্বের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে হতে যাচ্ছে ১২ জুলাই। এর আগেই বিয়ে উপলক্ষে ভারতের গুজরাটে জামনগরে তিন দিনের আয়োজন রেখেছে আম্বানি পরিবার। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

এতে অতিথি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির ক্রীড়া তারকা এবং বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও। আরও থাকতে পারেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়াল্ট ডিজনির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিকসহ বহু বিদেশি সংস্থার শীর্ষ কর্তারা। মোট আমন্ত্রিত অতিথির সংখ্যা হাজারেরও বেশি।  

কনিষ্ঠপুত্রের বিয়ের এমন জমকালো আয়োজনে অতিথিদের জন্য তিন দিনে ২৫০০ পদের রান্না করাবেন মুকেশ আম্বানি। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পছন্দের খাবারেই আপ্যায়ন করা হবে। খাবারের বিশেষ তালিকায় থাকছে চাট, কচুরি, জিলিপি। এসব রান্নার জন্য ডাক পেয়েছেন জার্ডিয়ান্স হোটেলের বাবুর্চিরা।

Related Articles

Leave a Reply

Back to top button