বিনোদুনিয়া
নতুন বউকে নিয়ে হানিমুনে জায়েদ খান!

নতুন বউয়ের প্রথম পছন্দ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার। আর তাই বাধ্য হয়ে বউকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের বহুল আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান!
বউ নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিকমানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে। তবে বাস্তবে নয়, এমনই চিত্রনাট্যের একটি বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে টিভিসির কাজ শুরু হয় কক্সবাজারে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত তিন দিন কলাতলি বিচের বিভিন্ন লোকেশনজুড়েই চলে এর চিত্রধারণ।
হোটেল রামাদা বাই উইনধাম-এর এবারের টিভিসিতে সৈকতের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে রামাদায় আগত অতিথিদের জন্য সুপরিসরের এলিগেন্ট আর ক্লাসি আয়োজনগুলো। আধুনিক রুম, সুবিশাল রেস্তোরাঁ, কিংবা সাগর ছোঁয়া মনোমুগ্ধকর ওপেন এয়ার পুলপাড় সবই উঠে এসেছে এই টিভিসিতে।
বিগ বাজেটের এই প্রোজেক্টটি নির্মাণ করছেন চিত্রনির্মাতা অনন্য মামুন।