ক্রীড়াঙ্গন
আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে জামাল

অনেক নাটকীয়তার জন্ম দিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে চুক্তির দেড় মৌসুম সম্পন্ন হওয়ার আগেই আবারও দেশের ক্লাবে ফিরছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে ঢাকা আবাহনীতে যোগ দিতে যাচ্ছেন এই ফুটবলার।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় লেগে ঢাকা আবাহনীর হয়ে খেলবেন জামাল। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ জামাল ভূইয়ার আবাহনীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে। জামাল ভূঁইয়া দেশে আসবেন ২৯ ফেব্রুয়ারি। দেশে আসার পরই বাফুফের নিবন্ধিত ফরমে স্বাক্ষর করিয়ে আবাহনী আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।
আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে যোগদানের আগে জামালের তৎকালীন ক্লাব শেখ রাসেলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। এবার আর্জেন্টিনার ক্লাবও ছাড়তে যাচ্ছেন চুক্তি শেষ হওয়ার আগেই। আর্জেন্টিনার ক্লাব থেকে ধারে আবাহনীতে খেলবেন নাকি চুক্তি ছিন্ন করবেন জামাল, সেই বিষয়ে আবাহনী এখন পর্যন্ত কিছু জানায়নি। আর জামালের পক্ষ থেকে দলবদলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্যই পাওয়া যায়নি।
প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট ঢাকা আবাহনীর। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে সাত পয়েন্টের দূরত্ব তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও এগিয়ে ২ পয়েন্টে। দ্বিতীয় লেগের আগে দলের চেহারা পাল্টে দিতেই হয়তো জামালকে চাইছে লিগে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন দলটি।