চাঁদপুরের মতলবে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩ জন

মেহেদী হাছান পাপ্পু, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।
ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে।
আটককৃতরা হলো, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার বাংলা বাজার গ্রামের মো. আলী সরদারের ছেলে মনির সরদার (৩০) মানদাইল গ্রামের মৃত ইয়ামিন মালের ছেলে মানিক হোসেন মাল (২৮) ও সখিপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে কাঞ্চন(৩০)।
জানা গেছে, মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমিসহ আমাদের চৌকস টিম ঘটনাস্থলে হাজির হয়ে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে হাতে নাতে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আলোচনা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।