জাতীয়

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় আরও অর্থের প্রয়োজন: পরিবেশমন্ত্রী

দেশের বন্যা প্রতিরোধে বিশেষভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর গোইন লুইস।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় জলবায়ু নিয়ে আলোচনা করেন জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর।

এ সময় জলবায়ু পরিবর্তনে করণীয় নানান পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জোর দিয়ে মন্ত্রী বলেন, ২৪টি মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে এই অর্থ যথেষ্ট নয়৷

তিনি বলেন, ‘আমাদের আরও অর্থায়ন প্রয়োজন। তাই জাতিসংঘের বিভিন্ন সংস্থা আর্থিকভাবে কতটুকু সহায়তা করবে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি৷’

Related Articles

Leave a Reply

Back to top button