জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ করেছে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, মোসা. তাহমিনা বেগম ও মোহাম্মদ জিল্লুর রহমান।

বৈঠকে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণায়ের’ নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ রাখার জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নেয়া প্রকল্পগুলো সততা ও জবাবদিহিতার সঙ্গে মিলেমিশে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় বৈঠকে।

জানা যায়, বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। কমিটি নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা আরও বাড়ানো, পথশিশুদের জন্য সুযোগ-সুবিধা বাগানোসহ কর্মের ব্যবস্থা করা এবং গ্রাম পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের সেবার আওতায় আনার জন্য সুপারিশ করে।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নারী ও শিশুদের যেভাবে সাহায্য-সহযোগিতা করা হয়, সেভাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য-সহযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সব সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button