জাতীয়

আর্থ- সামাজিক উন্নয়ন টেকসই করা এই মেয়াদে সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী

আমাদের আর্থ সামাজিক যে উন্নতি তা যেন টেকশই হয় সে বিষয়টিকে গুরুত্ব দেয়াই হবে এই মেয়াদে আমরা প্রধান কাজ। দেশে যে উন্নয়ন হয়েছে সেটি ধরে রাখাই আমাদের প্রধান কাজ। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলন থেকে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এই উন্নয়ন টেকসই করার দিকে মনোযোগ দেবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আর্থ সামাজিক ক্ষেত্রে একটা পর্যায়ে যে আমরা উঠে এসেছি সেটি ধরা রাখা আমাদের প্রধান কাজ।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসডিজি বাস্তবায়নের সময়কাল ২০৩০ সাল, তবে আমরা ২০৩২ পর্যন্ত সময় চেয়েছি। ইতিমধ্যে যেসব কাজ আমাদের জন্যে প্রযোজ্য সেগুলো আমরা করে যাচ্ছি। আমাদের দেশে আমাদের যেসব প্রোগ্রাম আছে, সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।
মিয়ানমার – বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গটি মিউনিখ সম্মেলনে উত্থাপিত হয়েছে কি না এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার বিষয়ে আমাদের নীতি হচ্ছে ধৈর্য্য ধরে এগোনো। একই সাথে আলোচনাও করছি। দেখা যাক, কি হয়।

Related Articles

Leave a Reply

Back to top button