করোনাজাতীয়

সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করবে সেনাবাহিনী

কোনো স্থানে যেন অধিক লোকজন জড়ো হতে না পারে এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যেন নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে তা নিশ্চিত করবে সেনাবাহিনী। এছাড়া বিদেশ থেকে আসা প্রবাসীদেরকে হোম কোয়ারেনটাইন নিশ্চিতের কাজেও বেসামরিক প্রশাসনকে সেনাবাহিনী সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৪ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি নিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

এর আগে সোমবার (২৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থার সুবিধার্থে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারের সহায়তায় সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সতর্কতামূলক ব্যবস্থার সুবিধার্থে সশস্ত্রবাহিনী জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button