আন্তর্জাতিককরোনা

করোনা আতঙ্ক: মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ১৮৬৮ জন। এ নিয়ে করোনায় সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৫৫৩ জনে। এর মধ্যে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭। চীনের বাইরে মারা গেছে ১৩ হাজার ২৭৬ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৩৪০ জনসহ আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৫২১ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪২৯ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ জন। এছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫০ জন।

বিশ্বজুড়ে বর্তমানে ২ লাখ ৬২ হাজার ৫৩৯ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৪৭৭ জন চিকিৎসাধীন, তাদের অবস্থা সাধারণ। ১২ হাজার ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক, তারা সবাই আইসিউতে রয়েছেন।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়সুস অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সরকারগুলো এই বৈশ্বিক মহামারি ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তিনি সরকারগুলোকে নিজ নিজ দেশের করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় এখন লকডাউন যথেষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Back to top button