অন্য খবর

বইমেলায় ছুটির দিনে ‘সর্বোচ্চ’ ভিড়,

সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থী আর বই বিক্রির সন্তুষ্টি নিয়ে কাটল একুশে বইমেলার তৃতীয় শুক্রবার।

সকালে শিশুদের চঞ্চলতায় শুরু হওয়া মেলা সন্ধ্যায় রূপ নেয় জনসমুদ্রে, অতিরিক্ত জনচাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে কোনো কোনো স্টলের বিক্রয়কর্মীদের। তারকা লেখকদের কাউকে কাউকে ভিড়ের চাপের কারণে মেলা থেকে চলে যেতেও হয়েছে।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, এবারের মেলায় শুক্রবারই সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা বলেছেন, বিক্রি নিয়েও তারা সন্তুষ্ট।

বইমেলা পরিচালনা কমিটি জানিয়েছে, শুক্রবার মেলায় এসেছিলেন ২ লাখ ৪৩ হাজার ২৮৫ জন। মূলত মেলার সাতটি প্রবেশদ্বারের আর্চওয়ে থেকে এ পরিসংখ্যান পেয়েছে তারা।

শুক্রবার ছুটির দিন বইমেলা শুরু হয় বেলা ১১টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর।

একুশ উদযাপনের অংশ হিসেবে সকালে বইমেলার মূলমঞ্চে হয় শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সেখানে আসা শিশুরাও মেলা ঘুরে প্রাণ ছড়ায় প্রাঙ্গণে।

সকালে মাঝারি জনচাপ থাকলেও বিকেল ৩টার পর থেকে বাড়তে থাকে সমাগম। সন্ধ্যায় মেলায় প্রবেশ করতেই হিমশিম খেতে হয় অনেককে। শাহবাগ থেকেই মানুষের জটলা দেখা যায়।

শাহবাগ থেকে পায়ে হেঁটে মেলায় পৌঁছাতে লাগে মিনিট দশেক। সন্ধ্যায় সেই পথ আধা ঘণ্টার বেশি লেগেছে বলে জানালেন কয়েকজন।

Related Articles

Leave a Reply

Back to top button