জাতীয়

এক ঘণ্টা বন্ধের পর চালু হলো মেট্রোরেল সার্ভিস

কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রো রেল চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে চালু হয় মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।

এর আগে, রাজধানীর কাজীপাড়ায় তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস।

এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রো রেল। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button