করোনাজাতীয়

২৫ মার্চ থেকে সকল মার্কেট, শপিংমল বন্ধ

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্রেতা না থাকায় দেশের সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধের দোকান, নিত্যপণ্য, কাঁচা বাজার ও সুপারশপগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

রবিবার (২২ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মুহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসানের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের কোনও সম্পর্ক নাই। তাই দেশের সব চেইনশপ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছেন চেইনশপগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

তিনি জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণি বিতান বা শপিং মলগুলোতে (বসুন্ধরা, যমুনা, নিউমার্কেট, চাঁদনি চক, মৌচাক, কর্ণফুলী টাইপের শপিং মল) করোনা আতঙ্কে দোকানের কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চায় না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো শুন্য হয়ে পড়েছে। তাই আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেট ও মার্কেটসমূহ বন্ধ থাকবে। তবে সুপার শপগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এছাড়া কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এ সময় পণ্যের মূল্য বৃদ্ধি না করতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অনুরোধ জানায় দোকান মালিক সমিতি।

Related Articles

Leave a Reply

Back to top button