বিনোদন
নুসরাত ফারিয়া হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এদিন রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন।
মেয়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর শরীর খারাপ করে তার। শরীর বেশী খারাপ করলে তাকে হাসপাতালে ভর্তি করাই। এখন চিকিৎসা চলছে।’
হাসপাতালে ভর্তি থাকলেও নুসরাত ফারিয়ার অবস্থা এখন আগের চেয়ে ভালো।