জেলার খবর

কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশনের (বিসিক) উদ্যোক্তা মেলা।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে এ মেলা উদ্বোধন করেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকারসহ কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শিত করছে তাদের স্টলে।

কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানা মাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেলক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরণ, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button