অর্থ বাণিজ্যপুঁজিবাজার

শেয়ারপ্রতি ১ টাকা ৩৫ পয়সা লভ্যাংশ দেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

নাসির আহমাদ রাসেল, বিশেষ প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ৩৫ করে পাবেন। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি যে মুনাফা করেছে ঘোষিত লভ্যাংশ তার ৩৯ শতাংশের সমান। অর্থাৎ মুনাফার ৬১ শতাংশের ভাগ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা পাবেন না।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩ টাকা ৪২ পয়সা। এই মুনাফার ওপর ভিত্তি করেই কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা ৩৫ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা মুনাফার ৩৯ দশমিক ৪৭ শতাংশের সমান। এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

Related Articles

Leave a Reply

Back to top button